কালের স্বাক্ষী বহনকারী ধলেশ্বরী নদীর তীরে গড়ে উঠা মানিকগঞ্জ সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন হলো আটিগ্রাম ইউনিয়ন । কাল পরিক্রমায় আজ আটিগ্রাম ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – আটিগ্রাম ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ১৬.৮৩৫ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ২২৭২৮ জন (প্রায়) (২০২২ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ৩৮ টি।
ঙ) মৌজার সংখ্যা – ৩২ টি।
চ) হাট/বাজার সংখ্যা -হাট নেই বাজার ৫ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/বাস।
জ) শিক্ষার হার – ৭৮%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৪টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০০টি,
উচ্চ বিদ্যালয়ঃ ৩টি,
মাদ্রাসা- দাখিল ১টি।
মাদ্রাসা. ৪টি
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ নূর-এ-আলম সরকার
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৩৮ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৯৮৫ ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ . চেয়ারম্যান– ০৮/০১/২০২২ইং
মেম্বারদের.. ০৮/০১/২০২২ ইং
২) প্রথম সভার তারিখ – ১২/০১/২০২২ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ১০/০১/২০২৭ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
চন্দ্রদেবপুর, কোষাভাঙ্গা, অনন্তপুর, চর অনন্তপুর ,চাঙ্গারীপাড়া পুর্বকেষ্টি, বন কেষ্টি, রাজনগর, সরকারপাড়া
পাথালিয়া পাড়া ,চরবিরাটি,দয়ারামপুর, হরিহর পট্রি, কোষনাইকান্দি, খাসনারিকুলী, পুর্ব আটিগ্রাম
পশ্চিম আটিগ্রাম, মধ্য বরুন্ডী , ভগবানপুর, মাছুরী, ফারিরচর, উত্তর মাধবপুর, কালীনগর, জাগীরদিঘুলিয়া,
বার্তা, পুড়াপাড়া, পূর্ব বাসাই, বাসাই, যাদবপুর, দেবেন্দ্রনগর, নারিকুলী,
মির্জানগর, আটিগ্রাম কুঠি, ডিহি কাটিগ্রাম, উত্তর কেষ্টি,
অনন্তপুর, কুমুদপুর , দক্ষিন বরুন্ডী, মালুটিয়া,
(ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ০৯ জন।
৪) দফাদার -০১ জন।
(ত) ইউডিসি উদ্যোক্তা- ০২ জন।
একজন পুরুষ
একজন মহিলা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস