Wellcome to National Portal

আ‌টিগ্রাম ইউ‌নিয়ন পোর্টা‌লে আপনা‌কে স্বাগতম, জরুরী প্র‌য়োজ‌নে কল করুন, চেয়ারম্যান (01713-527695), স‌চিব (01717-043563), ইউ‌ডি‌সি উ‌দ্যোক্তা (01732177110)

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন সম্পন্ন করুন। পাশাপাশি কোন ব্যক্তি মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু ‍নিবন্ধন সম্পন্ন করুন। নিয়মিত হোল্ডিং ট্যাক্স পরিশোধ করুন, ইউনিয়নের উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।


গ্রামপুলিশের দায়িত্ব ও কর্তব্য

১। দেশের আইন-শৃংখলা রক্ষায় আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে সাহায্য করা। ২। দেশের স্বাধীনতা রক্ষায় প্রতিরক্ষা বাহিনীকে সহায়তা করা। ৩। প্রাকৃতিক দুর্যোগের সময় সাধারণ মানুষকে সহায়তা করা। ৪। সরকারী নির্দেশে জাতীয় উন্নয়ন ও আর্থ সামাজিক কাজে সহায়তা করা। ৫। দেশের সিভিল প্রশাসনকে সহায়তা করা। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে সহযোগিতা করা। যেমনঃ- জাতীয় ওস্থানীয় নির্বাচনের সময় যোগ্যতা সম্পন্ন আনসার ও ভি.ডি.পি বাছাই ও নিয়োগপ্রদান। আত্বসামাজিক উন্নয়নে প্লাটুনভূক্ত সদস্য/সদস্যাদের যোগ্যতাঅনুসারে বিভিন্ন পেশা ভিত্তিক প্রশিক্ষণ প্রদানের জন্য বিভাগীয় প্রশিক্ষণকোর্সে প্রশিক্ষণার্থী প্রেরণ করা। সেলাই,এয়ারকন্ডিশনার, ফ্রিজ, ইলেকট্রিশিয়ান, বেসিক কম্পিউটার, মটর ড্রাইভিং, মোবাইল ফোন সেট মেরামত, ওয়েলডিং সোয়েটার নিটিং, হাঁস-মুরগী পালন ও মৎস্য চাষসহ বিভিন্ন পেশাভিত্তিক প্রশিক্ষণের জন্য যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণার্থী বাছাই ওপ্রশিক্ষণের জন্য বিভাগীয় বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে কোঠা মোতাবেক প্রেরণনিশ্চিত করণ। উপজেলা প্রশাসনকে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহযোগিতাকর

 

পুলিশ-সুপার ইমেল-spmanikganj@police.gov.bd

(ক) সহকারী পুলিশ সুপার, সদর সার্কেল।                 মোবাঃ ০১৭১৩-৩৭৩৩৭৬

( খ)ভারপ্রাপ্ত কর্মকর্তা, মানিকগঞ্জ থানা।                    মোবাঃ ০১৭১৩-৩৭৩৩৭৯

(গ) সদর কোর্ট,মানিকগঞ্জ।                                   মোবাঃ ০১৭১৩-৩৭৩৩৮৭

(ঘ) ট্রাফিক অফিস,মানিকগঞ্জ।                               মোবাঃ ০১৭১৩-৩৭৩৩৮৯

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,বেউথা রোড,মানিকগঞ্জঃ ফোন নং-০২-৭৭১০৬১৩

জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, মানিকগঞ্জঃ  টেলিফোন ও ফ্যাক্স নং-০২৭৭১০৪২০, মোবাইল নং- ০১৭৩০-০৩৮০৬৮ ইমেইল- dcmanikgonj@ansarvdp.gov.bd