Wellcome to National Portal

Atigram Up

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন সম্পন্ন করুন। পাশাপাশি কোন ব্যক্তি মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু ‍নিবন্ধন সম্পন্ন করুন। নিয়মিত হোল্ডিং ট্যাক্স পরিশোধ করুন, ইউনিয়নের উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।


Image
Title
আটিগ্রাম ইউনিয়ন পরিষদ
Details

কালের স্বাক্ষী বহনকারী ধলেশ্বরী নদীর তীরে গড়ে  উঠা মানিকগঞ্জ সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন হলো আটিগ্রাম  ইউনিয়ন । কাল পরিক্রমায় আজ আটিগ্রাম  ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

ক) নাম – আটিগ্রাম ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ১৬.৮৩৫ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ২৭,২৪১ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ৩৮ টি।

ঙ) মৌজার সংখ্যা – ৩২ টি।

চ) হাট/বাজার সংখ্যা -হাট নেই বাজার ৫ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/বাস।

জ) শিক্ষার হার – ৭৮%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১০টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৪টি,     

    উচ্চ বিদ্যালয়ঃ ২টি,

    মাদ্রাসা- দাখিল ১টি।

মাদ্রাসা. ৫টি

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ নূর-এ-আলম সরকার

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৩৮ টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৯৮৫ ইং।